Galaxy Note10 & 10+ Bangla Review
এই মাসে (আগষ্ট) বাজারে আসতে যাচ্ছে স্যামসাং এর নোট ১০ ও নোট ১০ প্লাস। বাজারে আসার সম্ভাব্য তারিখ ২৩ আগষ্ট ২০১৯।
অনেক বেশি সক্ষমতার নোট-১০ ও ১০+ ফোন দুটি কম্পিউটারের মত অভিজ্ঞতা দিবে।
নোট ১০ এর ডিসপ্লে ৬.৩ ইঞ্চি এবং ১০+ এর ৬.৮ ইঞ্চি।
৭.৯ মি.মি পুরু এই ফোনটিতে রয়েছে ইনফিনিটি-ও ডিসপ্লে।

স্যামসাং নোট ১০+
ফোনগুলোতে রয়েছে হাইপার ফাস্ট ৫জি চিপ, ১২ জিবি র্যাম এবং শক্তিশালী ৭ ন্যানোমিটার প্রসেসর যা আপনাকে ফাইল ডাউনলোড, লাইভ গেম এবং স্ট্রিমিং এর অসামান্য অভিজ্ঞতা দিবে। এছাড়া রয়েছে Wi-Fi 6 যা দিবে নিরাপদ ও দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
ফোন গুলোতে পাবেন ৫১২ গিগাবাইটের ইন্টারনাল ষ্টোরেজ, আর মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
সুপার ফাস্ট চার্জিং যার মাধ্যমে ৩০ মিনিটেই চার্জ হয়ে যাবে ৩৫০০mAh(10) ও ৪৩০০mAh (10+) ব্যাটারি।
সামনের দিকে রয়েছে ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আর রেয়ার ক্যামেরা রয়েছে ৩টি – ১৬ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ১২ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল, ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা আর ১০+ এ আরো একটি ক্যামেরা রয়েছে যাকে বলা হচ্ছে ডেপথ ভিশন ক্যামেরা।
তারহীন পাওয়ার শেয়ার করার সুবিধা থাকায় অন্য একটি ফোনে চার্জ শেয়ার করা যাবে তার ছাড়াই। এছাড়া অন্যান্য Qi wireless charge সমর্থন করে এমন ডিভাইসগুলিতেও পাওয়ার শেয়ার করা যাবে।
প্রফেশনাল মানের সুপার স্মুথ ভিডিও করা যায় যাতে রিয়েল টাইমে স্পেশাল ইফেক্ট দেয়া যাবে। জুম ইন মিক ভিডিও করার সময় জুম করলে সাউন্ডও বেড়ে যাবে যেন মনে হয় কাছ থেকে অডিও রেকর্ড হয়েছে।
ভিডিও এডিট করা যাবে ফোনের মাধ্যমেই।

নোট ১০ প্লাসের রেয়ার ক্যামেরা
ডেপথভিশন ক্যামেরা এবং অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে কোন জিনিসের দৈর্ঘ প্রস্থ পরিমাপ করা যাবে।
১০+ এর ৩ডি স্ক্যানার এ্যাপের মাধ্যমে কোন বস্তুর ত্রিমাত্রিক ছবি নেয়া ও GIF এনিমেশন তৈরি করে শেয়ার করা যাবে।
S PEN এ রয়েছে ব্লুটুথ যা রিমোট কন্ট্রোলের মত কাজ করবে যা দিয়ে করতে পারবেন প্রেজেন্টেশন কন্ট্রোল, ভিডিও প্লে/পজ, ছবি তোলা ইত্যাদি।
আকার-ইঙ্গিত বা gestures এর মাধ্যমে ক্যামেরা এঙ্গেল পরিবর্তন, গ্যালারিতে ছবি নেভিগেট করা, ভলিউম পরিবর্তন করা যাবে।
অপারেটিং সিস্টেম থাকবে এন্ড্রয়েড ৯ সাথে থাকবে One UI, প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫, ডিসপ্লেতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা যাকে বলা হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। সামনে ও পিছনে আছে গরিলা গ্লাস।
(2) Comments