fbpx

হারমোনি – এন্ড্রয়েডের বিকল্প – হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম

হুয়াওয়ে তার নিজস্ব অ্যান্ড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম এনেছে এবং যার নাম দিয়েছে ‘হারমোনি’

কোম্পানিটি বলছে তারা আপাতত গুগলের অ্যান্ড্রয়েডের সাথেই রয়েছে, তবে হারমোনি-ওএস হলো ট্রাম্পের ভবিষ্যত আক্রমণের বিরুদ্ধে বীমা।

হুয়াওয়ে মে মাসে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক কালো তালিকাভুক্ত হলো তখন হুয়াওয়ে তার নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে এমন খবর ছড়িয়ে পড়ে। তখন বলা হচ্ছিল যে এটার নাম হতে পারে হংমেং। শুক্রবার হুয়াওয়ে ডেভলপার কনফারেন্সে (HDC) দেখিয়েছে তার নিজস্ব অপারেটিং সিস্টেম যার অফিসিয়াল নাম: হারমোনিওএস (HarmonyOS)

হুয়াওয়ের কনজিওমার বিজনেস গ্রুপের সিইও বলেন হারমোনি ফোনে রান করার জন্য প্রস্তুত কিন্তু পার্টনারশিপ ও ইকোসিস্টেম বিবেচনায় হুয়াওয়ে এখনই এটা ফোনে ব্যবহার শুরু করবে না। যদি কোম্পানিটি এন্ড্রয়েড ব্যবহার করতে না পারে তবে তারা এটা ব্যবহার করবে।

হারমোনি হবে এন্ড্রয়েডের মতই ওপেন সোর্স।

এবছরের শেষ দিকে হারমোনি ওএস প্রথম আসবে স্মার্ট টিভিতে এবং অন্যন্য স্মার্ট স্ক্রীন ডিভাইসে। সামনের বছর এটা গাড়িতে, পরিধান যোগ্য যন্ত্রে ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করবে।

উৎস: https://www.cnet.com/news/huawei-unveils-its-android-replacement-and-names-it-harmony/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X