ইলন মাস্ক রিসেন্টলি একটি বক্তব্য দিয়েছিলো যা এখন বেশ হাস্যরসের কারন হয়ে গেছে।
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক কিছুদিন আগে বক্তব্য দিয়েছিলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যত সভ্যতার জন্য একটি হুমকি এবং পারমানবিক অশ্ত্রের চেয়ে বিপদজনক।
এখন তিনি নিজেই একটি AI কোম্পানি গঠন করেছেন। আমেরিকার নেভাডা রাজ্যের রাস্ট্রীয় ফাইল থেকে এই তথ্য জানা গিয়েছে।
ওয়াল স্ট্রীট জার্নালের তথ্য মতে কোম্পানির একমাত্র ডিরেক্টর ইলন মাস্ক। X ai ১০০ মিলিয়ন শেয়ার বিক্রি করার অনুমতি পেয়েছে।
AI. কে বিপদজনক বলার পর নিজেই এখন AI প্রজেক্টের জন্য গবেষক ও ইজ্ঞিনিয়ার নিয়ে টিম গঠন করছেন।
মাস্ক ২০১৫ সালে open ai. শুরু করার সময় সহযোগীতা করেছিলেন সাথে ছিলেন স্যাম আল্টম্যান যিনি বর্তমানে open ai এর প্রধান নির্বাহী।
২০১৮ সালে মাস্ক open ai. ত্যাগ করেন । বর্তমানে এই open ai এর chat gpt নিয়ে বেশ হইচই পরে গেছে চমৎকার তথ্য প্রদানের জন্য যা প্রয়োজন মতো প্রোগ্রামিংয়ের কোড লিখে দিতে পারে, বই লিখা যায়, কবিতা লিখা যায় তাও নির্দিষ্ট কবির লেখার প্যাটার্ন অনুসারে নতুন কবিতা ।
Open AI এর ইমেজ জেনারেট করার প্রযুক্তি হলো ডাল ই যা কিনা ছবির বর্ননা লিখে দিলে সেই অনুসারে ছবি তৈরি করে দিতে পারে।