Mastering Kotlin – মাস্টারিং কটলিন (Part 1 – Basics)

mastering-kotlin-course-featured-image-part-1-basics

Mastering Kotlin – মাস্টারিং কটলিন (Part 1 – Basics)

কটলিন কি?, কেন? এবং বৈশিষ্ট্য

কটলিন কি?

কটলিন হলো ওপেন সোর্স, স্ট্যাটিক্যালি টাইপ (statically-typed) এবং জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা JVM এর উপর রান করে। যে সব ক্ষেত্রে জাভা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায় সেসব ক্ষেত্রে কটলিনও ব্যবহার করা যায়। যেমন: এন্ড্রয়েড এ্যাপ ডেভলপমেন্ট, সার্ভার সাইড সফটওয়্যার ডেভলপমেন্ট, ডেস্কটপ সফটওয়্যার ইত্যাদি। কটলিন ডেভলপমেন্টের প্রধান আন্দ্রে ব্রেস্লাভ (Andrey Breslav) এর মতে এটা শক্তিশালী অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ যা  জাভার চেয়ে ভালো কিন্তু জাভার সাথে সম্পূর্ণ কোড বিনিময় (interoperable) করতে পারে।

কটলিনের অফিসিয়াল সাইট হলো: https://kotlinlang.org/

সোর্স কোড পাবেন গিটহাবে: https://github.com/JetBrains/kotlin

[ ভিডিওতে একটি তথ্য দেয়া হয়েছে: জাভা নামের উৎপত্তি জাভা দ্বীপের নাম থেকে। কথাটি এমন হবে: “ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে প্রথম উৎপাদিত কফির নাম ছিলো জাভা, এই জাভা কফির নাম থেকে জাভা ল্যাঙ্গুয়েজের নামকরন হয়েছে। এজন্য জাভার লগোতে কফির কাপ রয়েছে।” ]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Price

Free2,500 ৳
X