Mastering Kotlin – মাস্টারিং কটলিন (Part 1 – Basics)

mastering-kotlin-course-featured-image-part-1-basics

Mastering Kotlin – মাস্টারিং কটলিন (Part 1 – Basics)

কোর্সটি করার জন্য কিছু টিপস

এই কোর্সটি যে একটি সাধারণ ভিডিও কোর্স তা নয়। প্রতিটি ভিডিওর নিচে রয়েছে কোড রান করার ব্যবস্থা ও ডিফল্টভাবে ভিডিওতে দেখানো কোডগুলো লেখা থাকবে। কোড পরিবর্তন করে ইচ্ছা মতো অনুশীলন করা যাবে। পরিবর্তন করে ফেললে পেইজ রিফ্রেস করলে আগের কোড চলে আসবে।
কোন বিষয় বুঝতে সমস্যা হলে নিচে কমেন্টে প্রশ্ন করতে পারবেন কিংবা আরেকজনের প্রশ্নের উত্তর দিতে পারবেন।
কোর্সটি মোবাইল ফ্রেন্ডলি করে তৈরি করা। কম্পিউটার ও মোবাইল থেকে ব্রাউজারের মাধ্যমে কোর্স দেখা ও ভিডিওর নিচেই কোড করা ও রান করে আউটপুট দেখার ব্যবস্থা রয়েছে।
কোন বিষয়ে জানার ইচ্ছা থাকলে কিংবা কোর্সে কোন টপিক যুক্ত করতে মেইল করতে পারেন touhidapps@gmail.com এই ই-মেইলে।
কোর্সটি ডাউনলোড করে কিংবা সরাসরি ইউটিউব থেকে দেখলে বেশ কিছু বিষয় পাবেন না কারন ওয়েবসাইটে বিষয়গুলো যেভাবে গুছিয়ে উপস্থাপন করা হয়েছে সেগুলো ওয়েবসাইট ছাড়া সম্ভব হয় না। যেমন: প্রশ্ন করা, ভিডিওর সোর্স কোড, কুইজ, লিখিত টিউটোরিয়াল ইত্যাদি। তাই কোর্সটি করলে এই (https://touhidapps.com/learn) ওয়েবসাইট থেকেই করুন তাহলে ভালোভাবে শিখতে পারবেন।
আরেকটি ব্যাপার হলো, যদি আপনার আগে অন্য কোন ল্যাঙ্গুয়েজ জানা থাকে তবে ভিডিওর স্পীড দেড় গুন বাড়িয়ে (১.৫) নিন তাতে তারাতারি কোর্স শেষ করতে পারবেন। আর বিগিনার হলে নরমাল স্পীডে দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Price

Free2,500 ৳
X