Mastering Kotlin – মাস্টারিং কটলিন (Part 1 – Basics)

mastering-kotlin-course-featured-image-part-1-basics

Mastering Kotlin – মাস্টারিং কটলিন (Part 1 – Basics)

ডাটা টাইপ – Part 4 – Primitive – non-primitive

 

ছবিতে খেয়াল করি এবং লাল লেখাটুকু পড়ি:

কটলিনের Int কখনো প্রিমিটিভ আবার কখনো নন-প্রিমিটিভের মতো কাজ করে। যারা জাভা পারেন তারা বিষয়টি ভালোভাবে ধরতে পারবেন।

  • এখন কেও যদি প্রশ্ন করে কটলিনের প্রিমিটিভ কোনগুলো? ভিডিওতে খেয়াল করুন (২:২৭ মি) যে ক্লাসটি ওপেন হয়েছে সেটির ফাইলের নাম কিন্তু Primitives.kt তারমানে এটার ভিতরে যে ক্লাসগুলো ডেটা টাইপ হিসেবে রয়েছে সেগুলোকে কটলিনের প্রিমিটিভস বলতে পারি। প্রিমিটিভ গুলো হলো: Byte, Short, Int, Long, Float, Double এই ৬টি। এগুলোর পরে যদি ? চিহ্ন দিয়ে নালেবল করে দেয়া হয় তখন এগুলো কিন্তু প্রিমিটিভ থাকবে না, নন-প্রিমিটিভ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Price

Free2,500 ৳
X