প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্রেসেস গুরুত্বপূর্ণ উপাদান। প্রোগ্রামিংয়ে ব্যবহার করা ব্রেসেস গুলো একবার দেখে নেয়া যাক যেগুলোকে আমরা সাধারণত ফার্স্ট ব্রাকেট, সেকেন্ড ব্রাকেট বলে চিনে থাকি:
( ) – প্যারেন্থিসিস (parentheses)
{ } – কার্লি ব্রেসেস (curly braces) আবার কোড ব্লক(code block) ও বলা হয়
[ ] – এ্যারে সাবস্ক্রিপ্ট (array subscript)
< > – এঙ্গেল ব্রেসেস (angle braces)
ব্রাকেট শব্দটি বৃটিশ ইংরেজি আর ব্রেসেস শব্দটি হলো আমেরিকান ইংরেজি।